
বেসিন রিজার্ভে অনুষ্ঠিত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার বছরের প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল সম্পূর্ণভাবে নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং – তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে কিউইরা শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।
টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং শুরু থেকেই তাদের বোলাররা শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের উপর চাপ সৃষ্টি করে। মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। যদিও এরপর আর কোনো বড় বিপদ ঘটেনি, তবে লঙ্কান ব্যাটসম্যানরা কখনোই স্বস্তিতে খেলতে পারেননি।
ওপেনার আভিস্কা ফার্নান্দো ৫৬ রানের একটি লড়াকু ইনিংস খেললেও দলের বিপর্যয় ঠেকাতে যথেষ্ট ছিলেন না। জানিথ লিয়ানাগে (৩৬), চামিদু বিক্রমাসিংহে (২২) এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা (৩৫) শুরুটা ভালো করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে শ্রীলঙ্কা ৪৪ ওভারে মাত্র ১৭৮ রানে অলআউট হয়ে যায়।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাট হেনরি ১৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামান। জ্যাকব ডাফি ও ন্যাথান স্মিথ ২টি করে উইকেট লাভ করেন। মিচেল স্যান্টনারও ১টি উইকেট পান।
১৭৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ১২.৩ ওভারে ৯৩ রান যোগ করেন। রাচিন ৩৬ বলে ৪৫ রান করে আউট হলেও উইল ইয়াং ৮৬ বলে ১২টি চারের সাহায্যে ৯০ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। মার্ক চ্যাপম্যানও ৩৬ বলে ২৯ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নিউজিল্যান্ডের এই দাপুটে জয়ে শ্রীলঙ্কা কার্যত অসহায় ছিল। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। এই জয়ের ফলে নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।