
২০২৪ সালের ধারাবাহিকতায় ২০২৫ সালেও বাংলাদেশ ক্রিকেট দলের ঠাসা সূচি। নতুন বছরেও মাঠের লড়াইয়ে ব্যস্ত সময় কাটাতে হবে টাইগারদের। বছরের শুরুতে বিপিএল চললেও, এর পরপরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই বছর বাংলাদেশ তুলনামূলকভাবে কম টেস্ট ম্যাচ খেলবে, বরং ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেই বেশি মনোযোগ থাকবে।
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সূচি অনুযায়ী, বাংলাদেশ ৪৩টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে, যার মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যাই বেশি। ২০২৪ সাল যেমন মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন ঘটনায় পূর্ণ ছিল, তেমনি ২০২৫ সালও ব্যস্ততায় পরিপূর্ণ হতে যাচ্ছে।
২০২৫ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর, বাংলাদেশ দল ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
মার্চের শেষ দিকে জিম্বাবুয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে। এরপর মে ও জুন মাসে বাংলাদেশ দল পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে যাবে। আগস্ট মাসে ভারত ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ।
বছরের শেষ দিকে বাংলাদেশ আরও দুটি হোম সিরিজ খেলবে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬টি সীমিত ওভারের ম্যাচ (ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।
দেখে নেওয়া যাক ২০২৫ সালে বাংলাদেশের যত খেলা-
জানুয়ারি-বিপিএল* (ফাইনাল ৭ ফেব্রুয়ারি)
ফেব্রুয়ারি- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (১৯ ফেব্রুয়ারি- ৯ মার্চ)
মার্চ-বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (হোম), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
মে- বাংলাদেশ বনাম পাকিস্তান (অ্যাওয়ে), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (অ্যাওয়ে), ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট-বাংলাদেশ বনাম ভারত (হোম), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
সেপ্টেম্বর-এশিয়া কাপ (ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি)
অক্টোবর- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (হোম), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
নভেম্বর-বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (হোম), ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।